Posts

সাকা হাফং ব্যর্থ চেষ্টা - ২০২১ ( জানুয়ারি )

তাজিংডং এর জিং সামিট - ২০২০ ( অক্টোবর )

সাকা হাফং সামিট - ২০২১ ( ফেব্রুয়ারি )

Image
সাকা হাফং এর চূড়া থেকে ভিউ বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সাকা হাফং । নামটা খুব বেশিদিন হয়েছে শুনেছি এমন না। এইতো প্রথম নামটার সাথে পরিচিত হই ট্রাভেলারস অফ বাংলাদেশ গ্রুপ টার মাধ্যমে । তাজিংডং কিভাবে যাওয়া যায় সেটা দেখতেছিলাম ২০১৮ বা ২০১৯ এর দিকে । ফেসবুক ওই গ্রুপ টা তে সার্চ দিয়ে পেলাম তাজিংডং এর ভয়াবহতা বর্ণনা করা একটি পোস্ট । কৌতোহল বশত পুরা পোস্ট টা পরলাম । দেখতে পেলাম জোক এর বর্ণনা দেওয়া আছে । তখনো আমার জোক এর সাথে সাক্ষাত হয় নি । হালকা ভয় পেলাম আর গুগল এ সার্চ করলাম কিভাবে জোক থেকে বাঁচা যায় । কিছু সমাধান পেলাম চুন ব্যবহার করে। যাই হোক এরপর আরেকটা পোস্ট পড়তে গেলাম তাজিংডং নিয়ে । হঠাৎ চোখ আটকে গেলো একদল অভিযাত্রী তাজিংডং হয়ে সাকা হাফং গিয়েছে । সরল মনে প্রশ্ন জাগলো এটা আবার কোন জায়গা । উত্তর টা সেখানেই দেওয়া বাংলাদেশ এর অঘোষিত সর্বোচ্চ  চূড়া এটা । বাহ ! নতুন জিনিস শেখা হলো। কিভাবে যায় এটায় । পোস্ট পড়তে পড়তে বেশ রোমাঞ্চ কাজ করছিলো। তখন সাকা হাফং এ যাওয়া আমার জন্য আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই ছিলো না । কিন্তু আকাশ কুসুম কল্পনা করতে তো আর বাধা নেই না ?   ২০২০ এ প্রথম কেওক্রাডং যাই রাজ আহ